পৃষ্ঠাসমূহ

Monday, December 10, 2012

হরতাল এবং কিছু প্রশ্ন...

আসসালামু
 আলাইকুম ওয়ারাহমাতুল্লাহে ওয়াবারকাতুহু... সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা।
আজ অনেক দিন পর কিছু লিখতে বসলাম। হরতাল আমাদের দেশের আন্দোলনের অন্যতম
মাধ্যম। কোন কিছুই হতে পারে না সাথে সাথে হরতাল। রাস্তায় কোন পথচারী সড়ক
দুর্ঘটনায় মারা গেল, ব্যাস্ সাথে সাথে শুরু হয়ে যায় গাড়ী ভাঙ্গচুর আর ধাওয়া
 পাল্টা ধাওয়া, এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কেউ আহত কিংবা নিহত হলো,
তার পরের দিনই হরতাল। এই হরতালের ডাকটা আসে রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ের
নেতাদের নিকট থেকে। এই নেতারা হরতাল কিংবা অবরোধের ডাক দিয়ে বাসায় এসির
নিচে বসে বসে টেলিভিশনে তামাশা দেখতে থাকে আর আমাদের মত সহজ সরল সাধারণ
মানুষগুলো রাস্তায় নেমে আসে নেতাদের ডাকে। শুরু করে আক্রমণ পাল্টা আক্রমণ।
এতে করে ক্ষতির দিকটা শুধুই আমাদের। মাঝখানে রাজনৈতিক নেতারা আমাদের সেই
ক্ষতিটাকে তাদের রাজনৈতিক ইস্যু বানিয়ে তাদের স্বার্থটা সফলভাবে উদ্ধার
করে। এই সহজ কথাটা যারা এই হরতাল অবরোধে পিকেটিং করতে যায় তারা কেউ একবার
ভেবে দেখে না। তারা ভাবে যে, আমি যদি ভাল পারফরম করতে পারি তাহলে তো আমি
আরো উপরে উঠতে পারবো, কিন্তু তারা এটা ভাবে না যে, আমি যদি মারা যায় তাহলে
তো তারা আমার জন্য কিছুক্ষণ মিডিয়ার সামনে চোখের পানি ফেলা ছাড়া, এবং তাদের
 রাজনৈতিক ইস্যু তৈরী করা ছাড়া আর কিছুই তারা আমাদের জন্য করবে না। আসলে
বর্তমান বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোই স্বার্থপর। তারা শুধু আমাদের
ব্যবহার করতে জানে। আমরাও নির্বোধের মত তাদের ডাকে ঝাপিয়ে পড়ি। আর এই
উদারতা দেখাতে গিয়ে খালি হচ্ছে অসংখ্য মায়ের বুক। অনককেই প্রাণ দিতে হচ্ছে
বিনা কারণেই। তাহলে কেন আমরা এখন ও এই হরতালের সমর্থন করি। হরতাল সেটা যে
দলই আহবান করুক না কেন আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে হরতাল মোকাবেলা করা। আমি
কোন রাজনৈতিক দলের সমর্থন করে এই কথাগুলো বললাম না, শুধু আমার মনের ক্ষোভটা
 প্রকাশ করলাম। আমার দ্বারা রাজনীতি হবে না। কারণ এই রাজনীতি করে আমি এত
সহজে প্রাণ হারাতে চাই না। আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে, পৃথিবীটাকে
আরো সুন্দর করতে চাই যতটুকু আমার সাধ্য আছে তা দিয়ে।

       আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি বিশ্বজিতে করুণ মৃত্যু দেখে আর নিজেকে
 সামলে রাখতে পারিনি বলেই এই লেখাটি লিখতে বসলাম। কি দোষ করেছিল বিশ্বজিত??
 তাকে কেন প্রাণ দিতে হলো...??? জনতার বিবেকের কাছে আমার প্রশ্ন...

       শ্রদ্ধেয় পাঠকগণ...ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।