পৃষ্ঠাসমূহ

Saturday, April 27, 2013

পতেঙ্গা সমুদ্র সৈকত- চট্টগ্রামের আরেক সৌন্দর্যের নাম।




                        পতেঙ্গা সৈকতে ঝিনুক মার্কেট

                    পতেঙ্গা সমুদ্র সৈকতের এক অপরূপ দৃশ্য

                     পতেঙ্গা সমুদ্র সৈকত হতে সূর্যাস্তের দৃশ্য



                     লোকে লোকারন্য পতেঙ্গা সমুদ্র সৈকত

পতেঙ্গা চট্টগ্রাম শহরের ১৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমূদ্র সৈকতএটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রপতেঙ্গা যাওয়ার পথে অনেক বড় বড় কারখানা চোখে পড়বেচোখে পড়বে মেরিন একাডেমিযাওয়ার পথের অনেকটা জুড়েই পাশে থাকবে কর্ণফুলি নদী১৯৯১ সালের ঘূর্ণীঝড়ে এই সৈকতটি ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্থ হয়
বর্তমানে সমূদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি বাঁধ দেয়া হয়েছেশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌ বাহিনীর ঘাটি বিএনএস ঈসা খান পতেঙ্গার সন্নিকটে অবস্থিতপতেঙ্গা সৈকতে যাওয়ার পথে নৌবাহিনীর গল্ফ ক্লাব পর্যটকদের মন কাড়ে খুব সহজেই। এছাড়া চট্টগ্রাম বন্দর এর অনেক জেটি এইখানে অবস্থিতএটি চট্টগ্রাম শহরের আরেকটি প্রাণকেন্দ্র। পর্যটকদের মিলনমেলা। ইতোমধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে। বিকাল হতে না হতেই হাজার হাজার পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে। মনোমুগ্ধকর এক পর্যটন এলাকা মনোরম পরিবেশ এর কারণে যে কেউ বার ছুটে আসতে চায় এই সৈকতে। কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন নেভাল একাডেমীর সম্মুখে বিকাল হতে না হতেই শুরু হয় জোড়া জোড়া প্রেমিক-প্রেমিকার আনাগোনা। পরিবেশটা এতোটাই মনোমুগ্ধকর যে, কারো মনে যদি কোন দুশ্চিন্তা থাকে এবং সে যদি এই নেভাল একাডেমী কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকতের ধারে গিয়ে কিছুক্ষণ বসে তাহলে দুশ্চিন্তাগুলো মন থেকে কোথায় যেন হারিয়ে যায় নিমিষেই। এরূপ মনকাড়া সৌন্দর্য্য কার দেখতে ভাল লাগে বলুন। তাহলে আর দেরী কেন, যারা এখনো পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণে আসেননি কিঙবা দেখেননি তারা এখনই চলে আসুন এই সৈকতে আর দেখে যান শহরের ভিতরের অপরূপ সৌন্দর্য্য।

No comments: