পৃষ্ঠাসমূহ

Wednesday, April 10, 2013

বাংলাদেশের ভবিষ্যৎ কি?




আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভাল আছেন। আমি কিন্তু ভাল নেই। দেশের যে পরিস্থিতি তাতে ভাল থাকি কি করে। বর্তমানে বাংলাদেশে যা শুরু হয়েছে তা সচেতন নাগরিকদের ভাবিয়ে তুলে কিনা জানি না। আমার মত সাধারণ একজন মানুষের মনটাও ছটফট করে ওঠে যখন শুনি অমুকের কর্মী অমুকের গুলিতে নিহত। এই সহিংসতা কেন? কিসের জন্য? হরতালের নামে প্রতিনিয়ত এখন যে ক্ষয়ক্ষতি করা হচ্ছে, ভাংচুর করা হচ্ছে এতে ক্ষতি কি সরকারের হচ্ছে নাকি আমাদের মত সাধারণ জনগণের। আর এখন তো হরতাল মানে হরতালের আগের দিন রাত্রেই ভাংচুর শুরু। জালাও পোড়াও শুরু। বড় বড় নেতারা তাদের ঘরে এসির নিচে বসে একখানা হরতালের ডাক দেয় আর মাঠ পর্যায়ে পিকেটিং করতে নামে খুবই সাধারণ কিছু লোক। এতে ক্ষতিটা হচ্ছে ঐ নির্বোধ সাধারণ লোকগুলোরই। বড় বড় নেতারা থাকে ধরা ছোয়ার বাইরে। আমরা কি পারি না সহিংসতার রাজনীতি বন্ধ করে অহিংস আন্দোলন করতে? আমরা কি কখনোই পারবো না আমাদের হিংস্রতা বন্ধ করতে? আমরা কি পারবো না বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে? আসুন না আমরা আমাদের চিন্তাধারা বদলায়। আমরা দেশকে নিয়ে ভাবি। দেশের কথা চিন্তা করি। দেশের উন্নতির কথা চিন্তা করি। আমরা সহিংসতা বন্ধ করে, ভাংচুর, জালাও পোড়াও বন্ধ করে দেশটাকে সুন্দর করে সাজানোর কথা ভাবি। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে হলে আমাদের এখনি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কাঁদে কাঁদ মিলিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। অনেক ঘাম ঝড়াতে হবে আমাদের শরীর থেকে। তারপরই আসবে এদেশের শান্তি। হবে সোনার বাংলা। আমরা চাই বাংলাদেশকে বিশ্ব চিনুক। ক্ষুদ্র দেশ হিসেবে বাংলাদেশ হোক সবার জন্য এক উদাহরণ।

No comments: