পৃষ্ঠাসমূহ

Friday, May 31, 2013

HTML শিখুন :: HTML Tutorial - পর্ব-১ ::









কি কাজে লাগে?
HTML মূলতঃ ওয়েব পেজ তৈরীর কাজে লাগে। আপনি হয়তো ইতোমধ্যেই Microsoft Frontpage বা Macromedia Dearweaver দিয়ে আপনার পুরো ওয়েব সাইটটি তৈরী করে ফেলেছেন, অথচ আপনার HTML ল্যাংগুয়েজ সম্পর্কে খুব একটা ভাল ধারণা নেই। এরকম অনেকে আছেন যারা কিনা HTML ল্যাংগুয়েজ টিকমত পারেনা, অথচ তারা উল্লিখত সফটওয়্যারগুলি ব্যবহার করে সুন্দর সুন্দর অনেক ওয়েব সাইট তৈরী করে ফেলেছেন।

Thursday, May 30, 2013

ভ্যারিয়েবলের ব্যবহার পিএউচপি টিউটোরিয়াল ( :: পর্ব-৩ :: )





কিছু প্রাথমিক কথা

যেকোন ল্যাংগুয়েজ কোডিং করতে গেলেই ভ্যারিয়েবল এবং ফাংশন সম্বন্ধে আপনার ধারণা থাকা দরকার। আমি এই টিউটোরিয়াল এ ভ্যারিয়েবল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার যদি ভ্যারিয়েবল সম্বন্ধে আগে থেকেই ভাল ধারণা থাকে তবুও এই টিউটোরিয়ালটি একবার চোখ বুলিয়ে নিন। হয়তো নতুন কিছু পেতেও পারেন।

Tuesday, May 21, 2013

এ্যাপাচী, পিএইচপি এবং মাইএসকিউএল এর ম্যানুয়েল ইন্সটলেশন :: পিএইচপি টিউটোরিয়াল পর্ব-২ ::



 
পিএইচপি, এ্যাপাচি এবং মাইএসকিউএল পৃথকভাবে ইন্সটল করা

অনেক সময় এমন পরিস্থিতি আসতে পারে যে পিএইচপি ট্রায়াড ছাড়াও আপনাকে এ্যাপাচি, পিএইচপি এবং মাইএসকিউএল এর বাইনারী ডিসট্রিবিউশন বা পৃথক পৃথক ইন্সটলার থেককে ইন্সটল করতে হবে। এই ক্ষেত্রে আপনাকে আলাদা ভাবে এ্যাপাচী পিএইচপি এবং মাইএসকিউএল এর বাইনারী ভার্সন/ইন্সটলার ডাইনলোড করে নিতে হবে। তবে সক ক্ষেত্রেই ইন্সটলার ডাইনলোড করুন।

Monday, May 20, 2013

পিএইচপি টিউটোরিয়াল- এ্যাপাচি, পিএইচপি এবং মাইএসকিউএল ইন্সটলেশন :: পর্ব-১ ::

পিএইচপি ইন্সটলেশন

কিভাবে পিএইচপি ইন্সটল করতে হয় তা নিয়ে আমি এখানে আলোচনা করব। পিএইচপি ইন্সটল করা মোটেই কঠিন কোন কাজ নয়। তবে একটা ব্যাপার মনে রাখা লাগবে যা হল পিএইচপি কোড রান করতে হল আপনার কম্পিউটারে এ্যাপাচি সার্ভার ইন্সটল করা থাকতে হবে।