পৃষ্ঠাসমূহ

Saturday, May 4, 2013

আজ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী...


হেফাজতে ইসলাম। বাংলাদেশের ইদানীং এক প্রকার হঠাৎ করেই উঠে আসা একটি সংগঠনের নাম এবং বর্তমানে সরকার এবং সাধারণ জনগণের কাছে একটি ত্রাসের নাম এই হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামের নাম শুনলে এখন অনেকেই ভয়ে ঘর থেকে বর হোন না।
কারণ, এই ইসলামী দলটি দায়িত্ব নিয়েছে ইসলাম রক্ষার, ইসলামের হেফাজতের। কিন্তু তারা যা করছেন তা সম্পূর্ণ ইসলামকে ব্যবহার করে নিজেদের কিছু স্বার্থ উদ্ধারের চেষ্টা বৈ অন্য কিছুই নয়। ইসলাম বলেছে জোর পূর্বক কাউকে ধর্মান্তরিত করা যাবে না, কারো উপর কোন বিষয় জোর পূর্বক তুলে দেওয়া যাবে না। আবার ইসলাম শান্তির ধর্ম এটা সবারই জানা। কিন্তু এই হেফাজতে ইসলাম নামের দলটি বাংলাদেশে এখন ইসলাম নিয়ে যা শুরু করেছে তা ইসলাম রক্ষার জন্য নাকি আর কিছু তা বোধগম্য নয়। কেননা তাদের যে ভাব তা কখনোই শান্তির পক্ষে নয়, আর শান্তির পক্ষে নয় মানেই ইসলামের পক্ষেও নয়। ইসলাম কি কোথাও বলেছে আপনারা গুটি কয়েক লোকের সামান্য স্বার্থ উদ্ধারের জন্য বাংলার কোটি কোটি মানুষের বিপদ ডেকে আনতে? আপনারা যা করছেন তার হিসাব আপনাদের আজ নয় কাল দিতেই হবে। আপনারা সবাই তো মাদ্রাসার ছাত্র-শিক্ষক। আপনার এত বড় অংকের টাকা আন্দোলনের পিছনে খরচ করার জন্য আসে কোথা থেকে। মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য মানুষের যাকাতের টাকা, ফিতরার টাকা যেগুলো মাদ্রাসা তহবিলে জমা দেয় সেগুলো ছাত্রদের পড়ালেখা ও খাবার দাবার, পোষাক ইত্যাদির জন্য। কিন্তু আপনার তো ঐ টাকা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন। নিজরা একটাকা খরচ করে মাদ্রাসা চালান না। উল্টো সব সময় পরের টাকার দিকে চোখ। এই বুঝি ইসলাম। ইসলামে বলেছে পরের পকেটের দিকে নজর রাখতে এবং পরের ধনকে নিজের মনে করে খরচ করতে। আর কত করবেন। এবার ছেড়ে দেন। আমরাও মুসলমান। আমরাও ইসলামী বই, কুরআন, হাদীস সম্বন্ধে কিছুটা হলেও জ্ঞান রাখি। ইসলামের জন্য আন্দোলন করবেন ভালো কথা, আগে আপনারা যতগুলো ইসলামী দল বাংলাদেশে আছে সব একত্রিত হয়ে দেখান। কেউ কাউকে দোষারোপ নয়, ইসলামের স্বার্থে একতা। দেখি আপনাদের কত শক্তি। যেদিন আপনার সব ইসলামী দল একত্রিত হতে পারবেন সেদিনই বুঝবো দেশে সত্যিই ইসলামকে নিয়ে গোলমাল হচ্ছে। তখন আর স্বার্থপরতার কথা আসবে না। এখন তো আপনার সবাই ইসলামী দল দাবী করেন কিন্তু কারো মধ্যে একতা বলতে কিছুই নাই। একদল আরেকদলকে সহ্য করতে পারছেন না। একদল আরেকদলকে সরাসরি নাস্তিক বলছেন। তাহলে আপনারাই বলুন আমরা যারা দেশের সাধারণ জনগণ তারা কিভাবে চিনবো আপনারা কোন দল আস্তিক আর কোন দল নাস্তিক? আমাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ আগে সরাসরি দেশ অবরোধ কিংবা দেশ অচল না করে আপনার ইসলামী দলগুলো (যতগুলো আছে) সব একত্রিত হওয়ার আন্দোলন করুন। তখন আমাদের ঐ আন্দোলনের কথা প্রচার করতেও গর্ব করবো। তাই দয়া করে আগে ইসলামী শক্তির মেরামত করুন পরে ইসলামের শত্রুদের মোকাবেলা করুন। যদি আপনার ঘরেই চোর থাকে তাহলে আপনি বাহিরের চোরকে কখনোই দোষারোপ করতে পারবেন না কথাটি মনে রাখবেন।...

No comments: