পৃষ্ঠাসমূহ

Sunday, May 5, 2013

বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তন হওয়া উচিত।




আমরা এই রাজনীতি চাই না

আমরা শান্তি চাই
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গঘতান্ত্রিক দেশ। এদেশের রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় চললেও রাজনৈতিক ধারা অন্যান্য দেশের চাইতে সম্পূর্ণ ভিন্ন। এই নির্বাচনের পর কোন দল বিজয়ী হলে পরাজিত দল সাথে সাথে মন্তব্য করে বসে এ নির্বাচন সুষ্টু হয়নি।
এতে সুক্ষ স্থুল, মিডিয়া কারচুপি হয়েছে। স্বাধীন হওয়ার পর হতে আজ অবধি কোন নির্বাচনে দেখা যায়নি যে পরাজিত দল বিজয়ী দলকে স্বাগতম কিংবা অভিনন্দন জানাতে। এটা কখনোই অহিংস রাজনীতি হতে পারে না এবং এই ধারায় রাজনীতি চলতে থাকলে এদেশের উন্নতিও কামনা করা যায় না দেশের প্রধান রাজনৈতিক দলগুলো থেকে। আমাদের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এদেশে সংবিধান আছে, আইন আছে, কিন্তু এর কোনটারই উপর্যুক্ত ব্যবহার নেই বললেই চলে। প্রতিটি বড় দলেরই উচিত নির্বাচনে যে দল জয়ী হবে তাকে অভিনন্দন জানানো, তার সাথে একাত্মতা ঘোষনা করা সম্পূর্ণ দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। মনে রাখতে হবে প্রতিটি নির্বাচিত সরকার দেশের জণগণের ভোটের মাধ্যমে নির্বাচিত। জনগণ তাদেরকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য নির্বাচিত করেছেন। আর পরাজিত দলকে মেনে নেওয়া উচিত জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চায়নি। তাই কোন রকম ধ্বংসাত্মক রাজনীতির দিকে না গিয়ে পরাজিত দলের উচিত কেন তাকে জনগণ গ্রহণ করেনি তা বের করে ভুলগুলো শুধরে নেওয়া এবং নির্বাচিতে সরকারকে তাদের নির্ধারিত ৫ বছর সুষ্টভাবে দেশ পরিচালনা করতে দেওয়া এবং তাদেরকে দেশ পরিচালনায় পরাজিত দলগুলোর সহযোগীতা করা। একদল আরেকদলের প্রতি সহনশীল হওয়া দরকার। দেশের বর্তমান যে পরিস্থিতি তা আমরা সাধারণ জনগণ কখনোই চাই না। এখন যারা সরকারী দল তাদেরকেও বলছি আপনারা দেশে ঘটে যাওয়া ছোট বড় সব ঘটনা কোন প্রকার তদন্ত ছাড়া তাৎক্ষণিকভাবে বিরোধীদলকে বা তাদের অঙ্গসংঠনকে দায়ী করা ছেড়ে দেন। এটা সম্পূর্ণ আক্রমণাত্মক। কোন ঘটনা আগে ভালভাবে পর্যবেক্ষণ করুন, তদন্ত করুন তারপর মন্তব্য করুন। দেশের মানুষ এখন আর ১৯৭১ সালে পড়ে নাই। এখন ২০১৩ সাল। মানুষ আর আগের মত বোকা নাই। তারা এখন অনেক কিছুই বুঝে। যেহেতু এটি একটি গণতান্ত্রিক দেশ, এদেশে যে কোন দল বা সংগঠন তাদের যুক্তিসংগত দাবী নিয়ে আন্দোলন করতেই পারে। এটা তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার। এতে বাঁধা দেওয়া সরকারের মোটেও উচিত নয়। মনে রাখতে হবে দেশটি সারাজীবনের জন্য আপনার হাতে কেউ তুলে দেয় নি। আপনাকেউ একদিন এই রাজপথে হয়তো আসতে হবে। কখনো কি ভেবে দেখেছেন, তখন আপনার কিংবা আপনার দলের লোকগুলোর কি অবস্থা হতে পারে? এদেশের চলমান রাজনীতি হচ্ছে ক্ষমতা যার হাতে সে দেশটাকে নিজের মনে করে। এই ধারনা পাল্টানো উচিত বলে আমি মনে করি। আমরা দেশের সাধারণ মানুষ চাই দেশটা শান্ত হোক। আমরা আরেকটি একাত্তর দেখতে চাই না। আমরা আবার সেই দুর্বিসহ অবস্থা দেখতে চাই না। আমরা সুন্দরভাবে, স্বাধীনভাবে এবং নিরাপদে বাঁচতে চাই। আমরা রাজনৈতিক আক্ষেপের শিকার হতে চাই না। দেশের সাধারণ মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, এখনই সময় আপনার সজাগ থাকুন আর দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে সুন্দরভাবে সাজাতে এগিয়ে আসুন। আমরা করবো এদেশকে পরিবর্তন। আমরা সাজাবো এদেশকে মনের মত করে। যেখানে থাকবে কোন হিংসা, বিদ্বেষ, মারামারি, রাহাজিন, জ্বালাও পোড়াও ইত্যাদি। আমরা শান্তি চাই! আমরা শান্তি চাই!! আমরা শান্তি চাই!!!

No comments: