পৃষ্ঠাসমূহ

Friday, April 26, 2013

ফয়'স লেক, পর্যটন নগরী চট্টগ্রামের প্রাণ।



 
ফয়'স লেক। পর্যটন নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাহাড়তলীতে অবস্থিত। এই পর্যটন এলাকাটি বলতে গেলে বিশ্বনন্দিত। প্রায় ৩২০ একর জমির উপর এটি স্থাপিত। পাহাড়ে ঘেরা এই লেকটি আগে ছিল প্রাকৃতিক সৌন্দর্য্য। বর্তমানে এই লেকটিকে কনকর্ড নামক বাংলাদেশের এক বিখ্যাত প্রতিষ্ঠান আরো আধুনিক ও মনোমুগ্ধকরভাবে পর্যটকদের আকর্ষণ করার জন্য এটিকে সাজিয়েছেন এবং এর নামকরণ করা হয়েছে ফয়'স লেক কনকর্ড (এমিউজমেন্ট ওয়ার্ল্ড)।
এই ফয়'স লেকের কোলে ঘেষে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা। আর এই চিড়িয়াখানা ফয়'স লেকের সৌন্দর্য্য আরো বাড়িয়ে দিয়েছে। ফয়'স লেকের মনোমুগ্ধকর পরিবেশ যেকোন পর্যটকের মন কেড়ে নেই নিমেষেই। পাহাড়ে ঘেরা আঁকা বাকা মেঠো পথ ধরে যতই সামনের দিকে যায় ততই যেতে ইচ্ছে করে। পিছনে ফিরতে মন চায় না। এই আধুনিক কনকর্ড ফয়'স লেক এ রয়েছে ওয়াটার থিম পার্ক, রিসোর্ট, সি-ওয়ার্ল্ড এবং আরো অনেক আয়োজন। ভ্রমণ প্রেমী যেকেউ একবার এই ফয়'স লেক বেড়াতে আসলে তার বার বার আসতে ইচ্ছে করবেই। পর্যটকরা সাথে করে বাইনাকুলার নিয়ে আসলে পাহাড়ের চূড়া হতে পুরো চট্টগ্রামকে দেখতে পারে এক জায়গায় দাঁড়িয়েই। সাথে তো প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক লেক আছেই। এই লেকটি আসলে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ নির্মাণ করেন ১৯২৪ সালে। আর তৎকালীন রেলওয়ে প্রকৌশলী জনাব ফয় এর নামে নামকরণ করা হয়। সেই থেকে আজ অবধি চট্টগ্রামের এই প্রাণকেন্দ্র ফয়'স লেক সার্বক্ষণিক পর্যটকদের পদচারনায় বিকশিত হচ্ছে দিন দিন। বাংলাদেশী যারা ভ্রমণ পিয়াসু আছেন তাদের উদ্দেশ্যে বলছি বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে না গিয়ে দেশটাকে দেখুন, দেশের সৌন্দর্য্য অনুধাবন করুন, আমাদের এই ক্ষুদ্র দেশটিকে বিশ্ব দরবারে পর্যটনের দেশ হিসেবে পরিচিত করুন।

No comments: