পৃষ্ঠাসমূহ

Thursday, April 25, 2013

সাভার ট্রাজেডিতে স্বরাষ্ট্রমন্ত্রী ম.খা. আলমগীরের প্রতিক্রিয়া প্রমাণ করে তার অযোগ্যতার।






ম.খা. আলমগীর। বাংলাদেশের আলোচিত স্বরাষ্ট্রমন্ত্রী। পদমর্যাদায় তিনি অনেক বড় মাপের একজন মন্ত্রী। কিন্তু দেশে যে কোন ধরণের ঘটে যাওয়া দুর্ঘটনার পর তাহার বক্তব্য বা প্রতিক্রিয়া কোনো সমস্যার সমাধান এর পক্ষে নয় উল্টা আক্রমণাত্মক।
শুনে মনে হয় যেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে, আপনার তেমন কিছু করতে হবে না। দেশে যখনই কোন বিপর্যয় ঘটবে তখনই আপনি দেশের বিরোধী দলগুলোকে দায়ী করে মিডিয়ার সামনে মন্তব্য করবেন অথবা আপনার প্রতিক্রিয়ায় সর্বদা যেন বিরোধী দলের প্রতি দোষারোপ থাকে। আমাদের মত উন্নয়নশীর দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী এমনই নিতিতে দেশের আইন ব্যবস্থার বারোটা বাজাচ্ছেন। এখন পর্যন্ত দেশে ঘটে যাওয়া কোন আলোচিত ঘটনার সুষ্ট সমাধান তিনি কিংবা তার আইন ব্যবস্থার আওতায় করতে পারেন নি। দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব হওয়া উচিত দেশের জন্য সুশাসন নিশ্চিত করা। আইন ব্যবস্থার উন্নতি করা। দেশ থেকে অরাজকতা দূর করা। কিন্তু তিন তা তো করছেন না উল্টো তিনি যা করছেন তাতে আমার মনে হয় না দেশে কখনো শান্তি ফিরে আসবে। কারণ তাহার কথার কিংবা প্রত্যেক প্রতিক্রিয়ার মধ্যে আক্রমণাত্মক কিংবা উষ্কানীমূলক বক্তব্য পরিলক্ষণ করা যায় সর্বদা। আমার কেন জানি মনে হয় সরকার উনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন শুধুমাত্র দেশের বিরোধী দলগুলোকে দমিন করার জন্য এবং কথায় কথায় তাদেরকে উস্কানী দেওয়ার জন্য। এই যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণ হয় তাহলে সেদেশের উন্নতি কিভাবে আশা করা যায়। গত ২৪ এপ্রিল সাভারে ঘটে গেল ২০১৩ সালের এ পর্যন্ত সব চাইতে বড় বিপর্যয়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এই ঘটনায় দেশের সরকার, বিরোধী দল এবং দেশের আপামর জনগণ রাজনৈতিক দ্বিধা ভুলে গিয়ে উচিত ছিল দুর্ঘটনায় যাদের ক্ষয় ক্ষতি হয়েছে তাদের পাশে এসে দাঁড়ানোর। শোকাহত পরিবারগুলোকে শান্তনা দেওয়া কিংবা আর্থিকভাবে সহযোগীতা তাদের কাছ থেকে কাম্য। কিন্তু আমাদের এই বিশিষ্ট স্বনামধন্য স্বরাষ্ট মন্ত্রী তা না করে উল্টো বিরোধীদলের প্রতি এমন একটি উক্তি করলেন যা দেশের সাধারন জনগণের বিগড়ে যাওয়ার মতো। তিনি তাহার উক্তিতে বলেন, বিরোধী দলের হরতাল সফল করার জন্য গার্মেন্টস বন্ধ করার লক্ষ্যে ফাটল ভবনের স্তম্ভ ধরে টানাহেছড়া করাতে ভবনটি ধ্বসে পড়েছেন। যেখানে তাহার বলার এবং করার উচিৎ ছিল দোষী ব্যক্তিদের খোঁজে বের করে তাদের সর্বোত্তম শাস্তির ব্যবস্থা করার। এতবড় বিপর্যয়ে এই যদি দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য হয় তাহলে আপনারাই বলুন আমরা এদেশে কখনোই কি আমাদের নিরাপত্তা আশা করতে পারি? এতে কি প্রমাণ হয় না যে, তিনি এই পদের অযোগ্য?

No comments: