Saturday, May 4, 2013
Friday, May 3, 2013
ডুলাহাজা সাফারী পার্ক (উরফে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক)
![]() |
মেইন রোডের পার্শ্বে সাফারী পার্কের তোরন |
![]() | |
সাফারী পার্কের প্রধান ফটক |
![]() |
পার্কে ঢুকতেই চোখে পড়বে এই ম্যাপ |
![]() |
পার্ক পরিদর্শনে দর্শনার্থীর একাংশ |
ডুলাহাজারা সাফারী পার্কটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটির অবস্থান কক্সবাজার জেলা সদর হতে ৫০ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া হতে ১০ কিলোমিটার দক্ষিণে ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারাতে অবস্থিত। এই পার্কটি প্রথমে মূলত হরিণ প্রজণন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিভাগ।
Wednesday, May 1, 2013
Subscribe to:
Posts (Atom)