পৃষ্ঠাসমূহ

Saturday, May 4, 2013

আজ হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচী...


হেফাজতে ইসলাম। বাংলাদেশের ইদানীং এক প্রকার হঠাৎ করেই উঠে আসা একটি সংগঠনের নাম এবং বর্তমানে সরকার এবং সাধারণ জনগণের কাছে একটি ত্রাসের নাম এই হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামের নাম শুনলে এখন অনেকেই ভয়ে ঘর থেকে বর হোন না।

দেশে কিসের আন্দোলন হচ্ছে আর কিসের আন্দোলন হওয়া উচিত।



বাংলাদেশে ইদানিং বেশ আলোচিত এই হেফাজতে ইসলাম। তারা ইসলাম রক্ষায় বেশ ভূমিকা পালন করছে। তাদের চলমান আন্দোলন নাস্তিক ব্লগারের বিরুদ্ধে, তাদের আন্দো্লন সরকার পতনের আন্দোলন, তাদের আন্দোলন নারীদের কর্মবিমুখ করার জন্যা ইত্যাদি। এখানে একটি জায়গায় আমি খুব চিন্তিত।

Friday, May 3, 2013

ডুলাহাজা সাফারী পার্ক (উরফে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক)

মেইন রোডের পার্শ্বে সাফারী পার্কের তোরন
সাফারী পার্কের প্রধান ফটক
পার্কে ঢুকতেই চোখে পড়বে এই ম্যাপ

পার্ক পরিদর্শনে দর্শনার্থীর একাংশ
ডুলাহাজারা সাফারী পার্কটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটির অবস্থান কক্সবাজার জেলা সদর হতে ৫০ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া হতে ১০ কিলোমিটার দক্ষিণে ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারাতে অবস্থিত। এই পার্কটি প্রথমে মূলত হরিণ প্রজণন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিভাগ।

Wednesday, May 1, 2013

বাঁশখালী ইকো পার্ক- প্রকৃতি প্রেমীদের প্রাণ জুড়ানোর মতো স্থান







বাঁশখালী সহ দক্ষিণ চট্টগ্রামের বিনোদন প্রেমিদের কথা চিন্তা করে ২০০৩ সালে এ ইকো পার্কটি প্রতিষ্ঠা করেন স্থানীয় সংসদ সদস্য জনাব জাফরুল ইসলাম চৌধুরী। শুরুর দিকে তেমন কোন পর্যটকদের আকৃষ্ট করতে পারেনি। যুগের আবর্তে আস্তে আস্তে চারিদিকে এই ইকো পার্কের নাম ছড়িয়ে পড়ায় ইদানিং বেশ ভিড় হচ্ছে পর্যটকদের।